মেসিকে সত্যিই হারিয়ে দিলেন হ্যারি কেন!
লক্ষ্যটা খুব বেশি বড় ছিল না, আবার খুব সহজও ছিল না। তবে এই তরুণ ইংলিশ তারকার বর্তমান ফর্মের কারণে মোটামুটি ধারণা করা হয়েছিল যে, আর্জেন্টিনার ফুটবল জাদুকর হয়তো এবার পেছনে পড়তে যাচ্ছেন।
আগের ম্যাচেই করেছেন হ্যাটট্রিক। মেসিকে টপকাতে বছরের শেষ ম্যাচে আজ দরকার ছিল ২ গোলের। কিন্তু সাউদাম্পটনের বিপক্ষে আরও একটি হ্যাটট্রিক করে বসলেন ইংলিশ ‘হ্যাটট্রিক ম্যান’!
তরুণ ফরোয়ার্ডের এই দুর্দান্ত পারফর্মেন্সে ৫-২ গোলের বড় ব্যবধানে ম্যাচ জিতে নিল টটেনহ্যাম হটস্পার। আর লিওনেল মেসিকে টপকে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে বছরের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন হ্যারি কেন। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এ বছর ৬৪টি ম্যাচে মেসি ৫৪টি গোল করেছেন। ৫০ ম্যাচ খেলেই ৫৬ গোল করে বার্সা সুপারস্টারকে পেছনে ফেলে দিলেন কেন। কেন কিংবা মেসির দলের এবছর আর কোনো ম্যাচ নেই।
চলতি বছরে এই ইংলিশ ‘হ্যাটট্রিকম্যান’ মোট ৮টি হ্যাটট্রিক করেছেন! হ্যারি কেনের কীর্তি এখানেই শেষ নয়, বার্নলির বিপক্ষে হ্যাটট্রিক করে ১৯৯৫ সালে অ্যালান শিয়েরারের গড়া প্রিমিয়ার লিগে এক বছরে সর্বোচ্চ গোলের (৩৬ গোল) রেকর্ড ছুঁয়েছিলেন। আজকের ম্যাচে আবারও হ্যাটট্রিক করে ৩৯ গোলের মালিক কেন প্রিমিয়ার লিগের এক বছরে সর্বোচ্চ গোলদাতা হিসেবে রেকর্ড গড়লেন।
উল্লেখ্য, এ বছর রিয়াল মাদ্রিদের পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ৫৯ ম্যাচে ৫৩টি গোল করেছেন। বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানডভস্কিও ৫৫ ম্যাচে সমান গোল করেছেন। ব্রাজিল সুপারস্টার নেইমারের পিএসজি সতীর্থ এডিনসন কাভানি ৬২ ম্যাচে করেছেন ৫৩ গোল। শেষ পর্যন্ত জয় হল হ্যারি কেনের।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন