ভারতীয় জাল রুপি তৈরি হচ্ছে বাংলাদেশে

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ভারতীয় জাল রুপি তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। কারখানা থেকে জাল মুদ্রা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

ক্ষুদে বার্তায় জানানো হয়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ লাখ ভারতীয় জাল রুপিসহ দুইজনকে আটক করা হয়েছে।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, অভিযানের সময় ১০ লাখ ভারতীয় জাল রুপি জব্দ করা হয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানাতে কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আজ এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।