রেমিট্যান্সের অর্থ হুন্ডি করায় ৮ বিকাশ এজেন্ট গ্রেফতার

রেমিট্যান্সের অর্থ অবৈধভাবে বিকাশের মাধ্যমে হুন্ডি করায় ৮ বিকাশ এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বুধবার দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়েছে।

সিআইডির সিনিয়র সহকারী কমিশনার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া সেল) শারমিন জাহান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, রেমিট্যান্সের অর্থ জালিয়াতির কারণে দায়ের করা ৯টি মানিলন্ডারিং মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

রাজধানীর মালিবাগস্থ সিআইডি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।