লটারি নয়, এক ক্যাচ তালুবন্দি করে ২৩ লাখ টাকা!
‘ক্যাচেস উইন ম্যাচেস’-ক্রিকেটে প্রায়ই একথা বলা হয়। কিন্তু শুধুমাত্র ক্যাচ ধরেই বিশাল অর্থের মালিকও হওয়া যায়। ক্রিকেট বিশ্বে এমনটা সম্ভবত আগে ঘটেনি। তবে এমনই এক ঘটনার সাক্ষী থাকল এবার পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ।
অবাক করার মতোই ব্যাপার। শনিবার নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচে গ্যালারিতে বসে থাকা এক সমর্থক এক ক্যাচে ধরেই পকেটে পুরলেন ২৩ লাখ টাকা। আন্তর্জাতিক প্রচারমাধ্যমে জানানো হয়েছে, এক সংস্থা চলতি টুর্নামেন্টে একটি মজাদার প্রতিযোগিতার আয়োজন করেছে। যার পোশাকি নাম ‘টুই ক্যাচ-এ-মিলিয়ন’।
এই প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, গ্যালারিতে বসে থাকা সমর্থকরা ক্যাচ জিতলে বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার পাবেন। আর সেটাই ঘটল ক্রেগের ক্ষেত্রে। ২৩ লক্ষ টাকা জেতার পর ক্রেগ বলেন, ‘‘এর আগে ক্রিস্টমাসের সময় এমন ক্যাচ ধরার সুযোগ এসেছিল। কিন্তু তখন মিস করে গিয়েছিলাম। তবে এক্ষেত্রে বিশ্বাস করতে পারছি না, কীভাবে ক্যাচটা ধরলাম। এমন অনুভূতি সত্যি অবর্ণনীয়।’’
শনিবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। প্রথম ওভারে মহম্মদ আমিরের শেষ বলেই ছক্কা হাঁকান ওপেনার মার্টিন গাপ্টিল। সেই উড়ন্ত বলই তালুবন্দি করেন উপস্থিত ক্রেগ। তারপরেই জিতে নিলেন ২৩ লাখ টাকা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন