একুশে বইমেলায় আসছে ভাবনার উপন্যাস
প্রতিবছরের অমর একুশে বইমেলাতে দেখা যায় প্রচুর তারকাদের বই। এবারেও অনেকেই হাজির হচ্ছে উপন্যাস, কবিতা ও নানা স্বাদের বই নিয়ে। সেই মিছিলে যোগ দিলেন নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
মেলায় প্রকাশ হবে ভাবনার লেখা একটি উপন্যাস। নাম ‘গুলনেহার’। ভাবনা জানালেন, ‘গুলনেহার আমার নানির নাম। তবে নানিকে নিয়েই যে এই উপন্যাস লিখেছি এমনটি নয়। ভাবনায় যখন যা এসেছে তাই লিখেছি। নিজের জীবনের প্রথম বই। অনেক আবেগ নিয়ে লেখা।’
ভাবনা বলেন, ‘আমার খুব কাছের মানুষদের উৎসাহে ‘গুলনেহার’ উপন্যাসটি লিখেছি। আমি জানি না পাঠকের কতোটুকু ভালো লাগবে। তবে আমি একান্তই আমার নিজের ভালো লাগা থেকে উপন্যাসটি লিখেছি। পাঠকের ভালো লাগলে আমার কষ্ট স্বার্থক হবে। নতুন জগতের নতুন মানুষ হিসেবে একুশে গ্রন্থমেলায় আমার যাত্রা শুরু হচ্ছে। ধন্যবাদ ‘গুলনেহার’ উপন্যাসের প্রকাশককে।’
ভাবনা জানান, ‘তাম্রলিপি’ প্রকাশনী থেকে তার প্রথম উপন্যাসটি প্রকাশিত হবে।
এদিকে ভাবনা এরইমধ্যে চয়নিকা চৌধুরীর নির্দেশনায় শেষ করেছেন ‘সন্ধ্যার আগে’ ‘সাইনিং’ এবং ‘গল্পটা হয়তো অনেকেরই’ নাটকের কাজ শেষ করেছেন। তার প্রথম চলচ্চিত্র অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ঙ্কর সুন্দর’। পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে ছবিটিতে ভাবনার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন