নোয়াখালীতে প্রফেশনাল ডেভেলপমেন্ট ইয়াং ল’ইয়ার্স ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : প্রফেশনাল ডেভেলপমেন্ট ইয়াং ল’ইয়ার্স ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। আইনি প্রক্রিয়ায় বাদী-বিবাদীদের যথাযথ সহযোগিতা প্রদানে পেশাগত মানোন্নয়নে নোয়াখালীতে “প্রফেশনাল ডেভেলপমেন্ট অব ইয়াং ল’ইয়ার্স” শীর্ষক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
জেলা আইনজীবী সমিতির হল রুমে নোয়াখালী ল’ইয়ার্স ক্লাবের আয়োজনে শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর অংশগ্রহনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। নোয়াখালী ল’ইয়ার্স ক্লাবের সভাপতি আমির হোসেন বুলবুলের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আকবর হোসেন মৃধা। বিশেষ অতিথি ছিলেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুর ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত এএনএম মোরশেদ খান, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মুহাম্মদ ফারুকী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আইনজীবীদের পেশাগত মানোন্নয়নে এ ধরনের ওরিয়েন্টেশন একটি অনন্য উদ্যোগ। একটি বিচার প্রক্রিয়ায় আইনজীবীদের ভ‚মিকা খুবই গুরুত্বপূর্ণ। তাদের গঠনমূলক কাজ দ্বারা বিচার প্রক্রিয়া গতিশীল হয়। তাই এ ধরনের ওরিয়েন্টেশন আয়োজনকে তিনি সাধুবাদ জানান এবং আইনজীবীদের সহযোগিতার আশ্বাস দেন। ওরিয়েন্টেশনে শিক্ষানবিশ আইনজীবীদের জেলা জজ আদালতের বিচারকগণ ও সিনিয়র আইনজীবী এডভোকেট জয়নাল আবেদীন, এডভোকেট আবদুর রহমান আইনি প্রক্রিয়া বিষয়ে নানা দিক-নির্দেশনা প্রদান করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন