আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ১০ হাজার রান
টেস্ট, ওয়ানডে ও টি২০-তিন ফরম্যাটে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। ২৯৪ ম্যাচ খেলে ১০ হাজার ১ রান সংগ্রহের কীর্তিগড়লেন তিনি।
অবশ্য সাকিবের আগেই প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিকক্রিকেটের তিন ফরম্যাটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শকরে বসে আছেন তামিম ইকবাল।
সাকিবের চেয়ে ৮ ম্যাচ কম খেলে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ড্যাশিং ওপেনার। ২৮৬ ম্যাচে তামিমের সংগ্রহ ১১ হাজার ৭৭ রান।
শ্রীলংকার বিপক্ষে শুধু রেকর্ড নয়! একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৩৬তম ফিফটি তুলে নিয়েছেন সাকিব। লংকানদের বিপক্ষে ৬৩ বল মোকাবেলা করে ৭টি বাউন্ডারির সাহায্যে৬৭ রান করে সাজঘরে ফেরেন বিশ্বসেরা অলরাউন্ডার।
২০০৬ সালের আগস্টে জিম্বাবুয়ের হারারেতে একদিনের ক্রিকেট দিয়ে অভিষেক হয় সাকিবের।আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন তিনি।
শ্রীলংকার বিপক্ষে মিরপুরে চলমান ওয়ানডের মধ্য দিয়ে ১৮২ ম্যাচে নিজের ক্যারিয়ারে ৩৬তম ফিফটি তুলে নিয়েছেন সাকিব। ওয়ানডে ১৮২ ম্যাচে ৭টি সেঞ্চুরির সাহায্যে সংগ্রহ করেন ৫ হাজার ১৮৪ রান। বাংলাদেশর হয়ে ৫১টি টেস্টে ম্যাচ খেলে ৫টি সেঞ্চুরিতে ৩ হাজার ৫৯৪ রান করেছেন এই অলরাউন্ডার।
শুধু ব্যাট হাতেই নয়! বল হাতেও সফল সাকিব। আজকের ম্যাচের আগে ১৮১ ওয়ানডে ম্যাচে ২২৯ উইকেট শিকারে করেছেন বাঁ-হাতি এস্পিনার। টেস্টেও সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার। সাদা পোশাকে ৫১ ম্যাচে তার শিকার ১৮৮ উইকেট।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন