মাগুরায় কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের অবস্থায়ন ধর্মঘট চলছে
মাগুরা প্রতিনিধি : মাগুরায় ৪র্থ দিনের মত চাকুরী জাতীয়করণের দাবীতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের ডাকা অবস্থায়ন ধর্মঘট চলছে। মাগুরা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে মঙ্গলবার সকাল থেকে এ অবস্থান ধর্মঘট পালন করছে তারা।
অবস্থায়ন ধর্মঘট পালনকারীরা জানান, সারা বাংলাদেশে ১৩হাজার ৫০০জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার কাজ করছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি আমাদেরকে তার সন্তান হিসেবে আক্ষা দিয়েছেন। তাই এই সন্তানদের দাবী তিনি আমাদের চাকুরী জাতীয়করণ করবেন। এ সময় বক্তব্য রাখেন কবির হোসেন মিন্টু, এস এম শারমিন, সোনালী আক্তার ও কানিজ ফারজানা রিপা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন