৯০তম অস্কার মনোনয়ন পেলো যেসব ছবি
চলচ্চিত্রের দুনিয়ায় সবচেয়ে কুলীন পুরস্কার বলা হয় অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারকে। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে হয়ে গেল অস্কারের ৯০ তম আসরের মনোনয়ন ঘোষণা। ২৪টি বিভাগে মনোনয়ন পাওয়াদের তালিকা প্রকাশ করার পরপরই নড়েচড়ে বসেন চলচ্চিত্রপ্রেমীরা। এবারের আসরে ১৩ টি বিভাগে মনোনয়ন পেয়েছে গিলারমো ডেল তোরোর চলচ্চিত্র ‘দ্য শেপ অব ওয়াটার’। এরপরই আট বিভাগে মনোনয়ন আছে ‘ডানকার্ক’। ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’ চলচ্চিত্রটি পেয়েছে মনোনয়ন পেয়েছে সাতটি বিভাগে। এই তিনটি ছবিই পেয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্রের মনোনয়ন। বাকি মনোনয়নগুলো কমবেশি ঘুরপাক খেয়েছে ‘কল মি বাই ইওর নেম’, ‘ডার্কেস্ট আওয়ার’, ‘গেট আউট’, ‘ফ্যান্টম থ্রেড’, ‘লেডি বার্ড’ ও ‘দ্য পোস্ট’ ছবিগুলোকে ঘিরে।
চলুন চলচ্চিত্র বিষয়ক ওয়েবসাইট ভ্যারাইটির সৌজন্যে এক নজরে দেখে নিই এবারের অস্কারের উল্লেখযোগ্য মনোনয়ন।
সেরা ছবি
কল মি বাই ইওর নেম
ডার্কেস্ট আওয়ার
ডানকার্ক
গেট আউট
লেডি বার্ড
ফ্যান্টম থ্রেড
দ্য পোস্ট
দ্য শেপ অব ওয়াটার
থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি
সেরা পরিচালক
ক্রিস্টোফার নোলান, ডানকার্ক
জর্ডান পিল, গেট আউট
গ্রেটা গারউইগ, লেডি বার্ড
পল টমাস অ্যান্ডারসন, ফ্যান্টম থ্রেড
গিলেরমো দেল তোরো, দ্য শেপ অব ওয়াটার
সেরা অভিনেত্রী
শ্যালি হকিংস, দ্য শেপ অব ওয়াটার
ফ্রান্সিস ম্যাকডোরমেন্ড, থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি
মারগোট রবি, আই, টনিয়া
সাওরশে রোনান, লেডিবার্ড
মেরিল স্ট্রিপ, দ্য পোস্ট
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা
উইলেম ডাফো, দ্য ফ্লোরিডা প্রজেক্ট
উডি হ্যারেলসন, থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি
রিচার্ড জেনকিনস, দ্য শেপ অব ওয়াটার
ক্রিস্টোফার প্লামার, অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড
স্যাম রকওয়েল, থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী
ম্যারি জে ব্লাইজ, মাডবাউন্ড
অ্যালিসন জ্যানি, আই, টনিয়া
লেসলি ম্যানভিল, ফ্যান্টম থ্রেড
অক্টভিয়া স্পেনসার, দ্য শেপ অব ওয়াটার
লরি মেটকাফ, লেডি বার্ড
সেরা অ্যানিমেটেড ছবি (পূর্ণদৈর্ঘ্য)
দ্য বস বেবি
দ্য ব্রেডউইনার
কোকো
ফার্দিনান্দ
লাভিং ভিনসেন্ট
বিদেশি ভাষায় নির্মিত সেরা ছবি
অ্যা ফ্যান্টাস্টিক ওম্যান (চিলি)
দ্য ইনসাল্ট (লেবানন)
লাভলেস (রাশিয়া)
অন বডি অ্যান্ড সোল (হাঙ্গেরি)
দ্য স্কয়ার (সুইডেন)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন