দেশের সব পৌরসভায় ৩ দিনের পূর্ণদিবস কর্মবিরতি শুরু
রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতার দাবিতে সারাদেশের ৩২৭ পৌরসভায় তিন দিনের কর্মবিরতি শুরু করেছে কর্মকর্তা কর্মচারীরা। বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের ডাকে এই কর্মসূচি দেশের সব পৌরসভায় একযোগে পালিত হচ্ছে। তিন দিনের কর্মবিরতি শেষ হবে মঙ্গলবার বিকেল ৫টায়। এ সময় পানি ব্যতিত পৌরসভার সব সেবা বন্ধ রয়েছে।
জানা গেছে, সারাদেশের সকল পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা রোববার (২৮ জানুয়ারি) থেকে সকাল ৯টা থেকে দাপ্তরিক কাজকর্র্ম ফেলে পৌর চত্ত্বরে অবস্থান নিয়েছে। ফলে বন্ধ হয়ে যায় পৌর নাগরিকদের সকল সেবা। এতে বিপাকে পড়েছেন সেবা নিতে আসা পৌরসভার নাগরিকেরা।
এদিকে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ৯টা থেকে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত তিন দিনের পূর্ণদিবস কর্মবিরতি পালন শুরু করেছে গাইবান্ধা পৌরসভা। পৌর কর্মচারী সংসদের সভাপতি অমিতাভ চক্রবর্তী রিন্টুর সভাপতিত্বে দুই দিনের পূর্ণদিবস কর্মবিরতি পালনের প্রথম দিনের সমাবেশে বক্তব্য রাখেন, গাইবান্ধা পৌরসভার নির্বাহী প্রকৌশলী এবিএম সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক বিপুল কুমার সাহা, গাইবান্ধা পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক মিলন কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, গাইবান্ধা পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সূচনা সরকার, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, সদস্য আতিয়ার রহমান, মওলা মিয়া, সাবেক সভাপতি নুরুল ইসলাম, আব্দুল আহাদ, সাবেক সম্পাদক নূর হোসেন, যুধিষ্ঠির চন্দ্র সরকার, সুরাইয়া আক্তার প্রমূখ।
বক্তারা অবিলম্বে দেশের ৩২৭টি পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীদের এক দফা দাবি মেনে নিয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা প্রদানের আহবান জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন