ঢাবি প্রক্টরের কুশপুতুল দাহ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের করা মামলা প্রত্যাহারের দাবিতে প্রক্টর গোলাম রব্বানীর কুশপুতুল পুড়িয়েছেন ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এর আগে টিএসসি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, ডাকসু, কলাভবন, ব্যবসায় প্রশাসন অনুষদ, বাণিজ্য অনুষদ পেরিয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। মিছিলে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে প্রক্টরের কুশপুতুল পোড়ানো হয়।
এ সময় ‘ব্যর্থ প্রক্টরকে মানি না মানব না’, ‘প্রক্টরের পদত্যাগ চাই’, ‘যে প্রক্টর মামলা করে সেই প্রক্টর চাই না’ উল্লেখ করে স্লোগান দেন শিক্ষার্থীরা।
গত ১৫ জানুয়ারি রাজধানীর সাত সরকারি কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের হামলার ঘটনা ঘটে। এর বিচার চেয়ে ১৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা।
এর পরিপ্রেক্ষিতে ১৮ জানুয়ারি অজ্ঞাত ৫০-৬০ সাধারণ শিক্ষার্থীকে আসামি করে শাহবাগ থানায় একটি মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ মামলা প্রত্যাহার চেয়ে কয়েক দিন ধরেই আন্দোলন করে আসছেন নিপীড়নবিরোধী শিক্ষার্থীরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন