সরকারি চাকরিতে কোটা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী এখলাসউদ্দিন ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ও দুইজন সাংবাদিকের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি করেন।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব, আইন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সংস্হাপন মন্ত্রণালয়ের সচিব এবং পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
আইনজীবী এখলাসউদ্দিন ভূঁইয়া বলেন, আগামী সপ্তাহে এই রিটের শুনানি হতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনিসুর রহমান মীর, কুমিল্লা সাংবাদিক সমিতি ঢাকার সাধারণ সম্পাদক মো: দিদারুল আলম ও দৈনিক আমাদের অর্থনীতির সিনিয়র সাব-এডিটর আব্দুল ওদুদ রিটটি করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন