আক্রমণ হলে পাল্টা জবাব দেওয়ার নির্দেশ দিলেন কাদের

আওয়ামী লীগ উস্কানি দেবে না, কিন্তু আক্রমণ হলে সমুচিত জবাব দিতে হবে বলে নির্দেশনা দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে শ্রমিক-কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনে ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পুলিশের প্রিজনভ্যান ভেঙে আসামি ছিনতাইয়ের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, গতকাল তারা সীমা অতিক্রম করে ফেলেছে। আপনারা দেখেছেন, জঙ্গি স্টাইলে পুলিশভ্যান ভেঙে তাদের কর্মী ছিনিয়ে নিতে। একদিকে এই আক্রমণ করেছে, অপরদিকে রায় নিয়ে বিদেশিদের কাছে নালিশ দিয়েছে।

এটা বিএনপির রাজনৈতিক দেউলিয়াপনা বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমরা কোনো উস্কানি দেব না। কিন্তু আক্রমণ হলে সমুচিত জবাব দিতে হবে। সেজন্য প্রস্তুত হোন, মানসিকভাবে সতর্ক থাকুন। তারা রাস্তায় তাণ্ডব করলে, সন্ত্রাস করলে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করবো, ইনশাল্লাহ।

তিনি বলেন, এখানে কোনো রকম ছাড় নেই। এখানে আমাদের মুক্তিযদ্ধের প্রশ্ন, এখানে আমাদের দেশের স্থিতিশীলতার প্রশ্ন। দেশ এগিয়ে যাচ্ছে, তাদের গাত্রদাহ শুরু হয়ে গেছে।

ক্ষমতার স্বপ্ন দেখেন, না দু:স্বপ্ন? এমন প্রশ্ন করে তিনি বলেন, ‘দেখেছেন শাহজালাল, শাহপরানের দেশ সিলেটে শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। জনগণ আমাদের সঙ্গে আছে। এবার আমরা আরও সংগঠিত ও সুশৃঙ্খল। কাজেই আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে তার সমুচিত জবাব পেয়ে যাবেন।

বিএনপির গঠনতন্ত্রের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, এখন সামাজিকভাবে দুর্নীতিপরায়ণ কুখ্যাত ব্যাক্তিসহ যেকোনো ব্যক্তি বিএনপির সদস্য হতে পারবেন। দেউলিয়া, উন্মাদ দুর্নীতিপরায়ণ সবাই বিএনপির সদস্য হতে পারবেন।

নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে এতে জাসদের শিরিন আখতার, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমত কাদির গামা, অভিনেত্রী রোকেয়া প্রাচিসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতি সংগঠনের নেতারা বক্তব্য দেন।