শাহরুখের বাগান বাড়ি বেনামি সম্পত্তি

আলিবাগের দেজা ভু ফার্ম হাউজ় শাহরুখ খানের বেনামি সম্পত্তি। এই অভিযোগ এনেছে ভারতের আয়কর দপ্তর। এ নিয়ে শাহরুখকে নোটিশ পাঠানো হয়েছে। চেয়ে পাঠানো হয়েছে জবাবও। ৯০ দিন সময় দেওয়া হয়েছে তাঁকে।

শুরুটা ২০০৪ সালে। আলিবাগের সমুদ্রতটের থেকে কিছুটা দূরে কেনা হয় এক কৃষি জমি। ১৯ হাজার ৯৬০ বর্গফুটের জমিতে বাগানবাড়ি তৈরির জন্য শাহরুখ সাড়ে ৮ কোটি টাকা ঋণ দিয়েছিলেন। ফার্ম হাউজের অর্ধেক শেয়ারে নাম ছিল শাহরুখ খান ও গৌরী খানের।

সেই সময় ফার্ম হাউজের ডিরেক্টর ছিলেন তিনজন। তাঁরা হলেন নমিতা ছিব্ব, রমেশ ছিব্বা ও সবিতা ছিব্বা। বলা হয়েছিল, তিন বছরের মধ্যে সেখানে কৃষিকাজ করা হবে। তবে ২০১৭ সালে আলিবাগের কালেক্টর ৮৭ টি বেনামি সম্পত্তি নিয়ে তদন্তের নির্দেশ দেন। সেখান থেকেই দেজা ভু বাগানবাড়ি নাম উঠে আসে।

তদন্তে জানা যায়, কৃষি কাজ তো দূর, সেখানে ধীরে ধীরে তৈরি করা হয়েছে বিলাসবহুল বাংলো, সুইমিং পুল, হেলি প্যাড। এরপরই বিনা অনুমতিতে কৃষি জমিতে সুইমিং পুল বানানোর অভিযোগে শুরু হয় তদন্ত। বিষয়টি আয়কর দপ্তরের নজরে আনে তাঁরা। আয়কর কর্মকর্তাদের একজন জানান, ফার্ম হাউজের তিন ডিরেক্টর আদতে শাহরুখ খানের শাশুড়ি, শ্বশুর ও শ্যালিকা। দেজা ভু প্রাইভেট লিমিটেডের নামে নথিভুক্ত এই ফার্ম হাউজ় আসলে শাহরুখের বলে দাবি আয়কর দপ্তরের।

এ প্রসঙ্গে শাহরুখের মুখপাত্রর সঙ্গে যোগযোগ করা হলে, তিনি কিছু বলতে চাননি।