অতিরিক্ত ডিআইজি হলেন রখফার সুলতানা
অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন দেশের প্রথম নারী এ আই জি এডমিন হিসাবে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তা রখফার সুলতানা খানম, পিপিএম। গত ২৮ জানুয়ারি পুলিশ সদর দপ্তরে মহাপুলিশ পরিদর্শকের কার্যালায়ে তাঁকে র্যাংক (rank) ব্যাজ পরানো হয়।
রখফার সুলতানাসহ পুলিশ সুপার পদমর্যাদা থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত চার পুলিশ কর্মকর্তাকে ওইদিন র্যাংক (rank) ব্যাজ পরান বিদায়ি আইজিপি এ কে এম শহীদুল হক।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর শেষ করেন রখফার। এরপর ১৯৯৯ সালের জানুয়ারিতে বিসিএস উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসাবে যোগদান করেন বাংলাদেশ পুলিশে। পুলিশ বাহিনীতে যোগ দিয়ে এপিবিএন, এসবি, ডিবি, পুলিশ স্টাফ কলেজ, ডিএমপিসহ পুলিশের বিভিন্ন ইউনিটে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করেছেন বাংলাদেশ পুলিশের এই মেধাবী নারী কর্মকর্তা।
বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে এআইজি প্রশাসন হিসাবে দায়িত্ব পালন করছেন।
২০০০ সালে গাজীপুরে প্রবেশনারি অফিসার হিসাবে কাজ করার সময় রখফার সুলতানা ন্যাশনাল প্যারেডে মেয়েদের কন্টিনজেন্ট কমান্ডার ছিলেন। এছাড়াও ২০১০ সালে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে পুলিশের নারী দলের কমান্ডার ছিলেন তিনি। পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি রখফার সুলতানা খানম মুক্তিযোদ্ধার সন্তান। স্বামী এস এম আলমগীর পেশায় একজন ব্যাংকার। লামিয়া আলমগীর ও লাবিবা আলমগীর- এই দুই সন্তানের পিতা-মাতা রখফার- আলমগীর দম্পতি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন