তুষার ধসে তিন ভারতীয় সেনা নিহত
ভারতের জম্মু-কাশ্মীরে তুষার ধসে তিন সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো এক সেনা।
গতকাল শুক্রবার শেষ বিকেলে জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে সোনাপান্দি গলিতে ভারতীয় সেনাবাহিনীর ২১ নম্বর রাজপুর রেজিমেন্টের সেনা ছাউনির উপর আছড়ে পড়ে তুষার ধস।
চার সেনা নিখোঁজের পরই সেখানে রওনা দেয় উদ্ধারকারী দল। ঘটনাস্থলেই একজনকে মৃত অবস্থায় উদ্ধার হয়। বাকি দুই সেনা মারা যান শ্রীনগরের বাদামিবাগ সামরিক হাসপাতালে।
নিহত সেনা সদস্যরা হলেন হাবিলদার কমলেশ কুমার, নায়েক বলবীর এবং সেপাই রাজিন্দর।
গুরুতর আহত অবস্থায় সেনা সদস্য বিপিন হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে ওই তুষার ধসে আরো সেনা নিখোঁজ রয়েছেন কিনা তার তল্লাশি শুরু হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন