জনগণের স্বতঃস্ফূর্ততা দেখে আমরা বিস্মিত : আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ঢাকা থেকে সিলেট আসা পর্যন্ত জনগণের কাছে স্বতঃস্ফূর্ততা দেখে আমরা বিস্মিত হয়েছি।’ তিনি আরো বলেন, ‘সিলেটের জনগণ পুলিশের নির্যাতন, গুম, খুনের মুখে প্রতিবাদ করে রাস্তায় নেমে এসেছে। খালেদা জিয়াকে তাঁরা কতো ভালোবাসেন তা তাঁরা তাদের স্বতঃস্ফূর্ততার মাধ্যমে প্রমাণ করেছে।’
সোমবার রাতে সিলেটের সার্কিট হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ সকালে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওনা দেন। সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করেন তিনি। তাঁর সঙ্গে বিএনপির শীর্ষস্থানীয় একাধিক নেতা আছেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘৮ ফেব্রুয়ারি মিথ্যা মামলায় খালেদা জিয়াকে সাজা দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে নির্বাচনের বাইরে রাখার সরকারের ষড়যন্ত্র সিলেটের মানুষের ঢল তা প্রত্যাখ্যান করেছে।’
আমীর খসরু মাহমুদ বলেন, ‘বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট, এখানে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নেই। এক দল এককভাবে রাজনীতি করছে, নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। অন্য কোনো রাজনৈতিক দলের সুযোগ এখন নাই। দেশনেত্রী খালেদা জিয়া সিলেট এসেছেন হজরত শাহজালাল (রহ.) ও শাহপরানের (রহ.) এর মাজার জিয়ারত করতে। উনার আসার পথে লক্ষ জনতা রাস্তার দুই পাশে জমায়েত হয়েছে। অনেক জায়গায় জড়ো হওয়ার চেষ্টা করেছে। পুলিশের লাঠিচার্জ ও গ্রেপ্তারের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। আবার অনেক জায়গায় জনতার চাপে পুলিশ পিছু হটতে বাধ্য হয়েছে।’
আমীর খসরু আরো বলেন, ‘সিলেটের জনতা তাদের মনের কথা প্রকাশ করেছে।’ তিনি আরো বলেন, ‘সিলেটবাসী তাঁকে (খালেদা জিয়া) যে উপহার দিয়েছে তা গণতন্ত্রের জন্য খুব বড় সুখবর।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন