ভয়াবহ বায়ুদূষণ: তেহরানের স্কুল-কলেজ বন্ধ ঘোষণা
ভয়াবহ বায়ুদূষণের কারণে ইরানের রাজধানী তেহরানের সব স্কুল ও কলেজ বন্ধ রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার তেহরানের প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ছিল। কিন্তু মঙ্গলবার পরিস্থিতি আরো খারাপ হওয়ায় ৪টি বাদে সব হাইস্কুল এবং কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
তেহরানের কর্তৃপক্ষ জানায়, সোমবার তেহরানের বাতাসে ক্ষতিকর পদার্থের অণু প্রতি কিউবিক মিটারে ছিল ১৭৩ মাইক্রোগ্রাম যা পূর্বাঞ্চলে ২৩১ পর্যন্ত দাঁড়িয়েছে।
ইরানের সংবাদমাধ্যম জানায়, বিপজ্জনক বায়ুদূষণের জন্য পরিবহনের নির্গত কালো ধোঁয়াই বেশি দায়ী। ইরানে বায়ুদূষণের কারণে প্রতিবছর ২০ হাজার মানুষ মারা যায়।
সংবাদমাধ্যম জানায়, সোমবার তেহরানের আকাশের ওপর ঘোলাটে মেঘ উড়তে দেখা গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিমত,বাতাসে ২৪ ঘণ্টায় প্রতি কিউবিক মিটারে সর্বোচ্চ ২৫ মাইক্রোগ্রাম পর্যন্ত ক্ষতিকর অণু থাকতে পারে। এই ক্ষতিকর অণুর পরিমাণ বেশি থাকলে মানবদেহ ও শ্বাসযন্ত্রের ক্ষতি হয়।
তথ্যসূত্র: আল-জাজিরা
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন