প্রশ্নফাঁসে সরকারের সম্মান ক্ষুণ্ন হচ্ছে : তোফায়েল
বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁসে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে জানিয়ে এ বিষয়ে সতর্ক থাকার তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শুক্রবার রাজধানীতে ভোলার শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ-এর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল এসব কথা বলেন।
গত কয়েক বছর ধরেই বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নফাঁস এক আলোচনার বিষয়। এবারও চলমান এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে বিভিন্ন বিষয়ে। প্রশ্নফাঁসকারীদের ধরিয়ে দিতে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা এবং ১১ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন হয়েছে ৪ ফেব্রুয়ারি।
কিন্তু এরপর তিনটি পরীক্ষাতেও প্রশ্ন এসেছে সামাজিক মাধ্যমে। আর ফরিদপুরে চারজন স্কুল শিক্ষক, বগুড়ায় একজন মাদ্রাসা শিক্ষক কেন্দ্র থেকে প্রশ্ন ফাঁসের চেষ্টার সময় আটক কয়েছেন হাতেনাতে। মাদারীপুরে একজন আটক হয়েছেন ফেসবুকে প্রশ্ন আপ করার সময়। জামালপুরেও আটক হয়েছে ১০ জন শিক্ষার্থী। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। কিন্তু চক্রটিকে এখনও গ্রেপ্তার বা শনাক্ত করা যায়নি।
এরই মধ্যে জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পদত্যাগ না করলে তাকে বরখাস্তের দাবি উঠেছে। আর শিক্ষামন্ত্রী নিজেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়ে পদত্যাগের প্রস্তাব দিয়েছেন। তবে প্রধানমন্ত্রী তাকে কাজ চালিয়ে যেতে বলেছেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দুর্ভাগ্য কিছু কু-চক্রী মহল সরকারকে বিব্রত করার জন্য প্রশ্ন পত্র ফাঁসের নামে আমাদের সম্মান ক্ষুণ্ন করে। এ ব্যাপারে আমাদের আরও সতর্ক এবং যত্নবান হতে হবে।’
বিএনপি-জামায়াত জোটের আন্দোলনের হুমকি নিয়েও কথা বলেন তোফায়েল। বলেন, ‘আগামীতে যদি তারা অতীতের মতো ঘটনা ঘটাতে চায় তার কোনো লাভ হবে না।’
‘মাঝে মাঝে কিছু দল রাজনৈতিক সঙ্কট সৃষ্টি করতে চায়। ২০১৩ সালে রাজনৈতিক সংঘাত সৃষ্টি করার জন্য মসজিদের জায়নামাজ পুড়িয়েছে, কোরআন শরিফ পুড়িয়েছিল, মায়ের কোল খালি করেছিল।’
‘২০১৪ সালের নির্বাচনকে বানচাল করার জন্য ২৪ জন পুলিশ, চার জন প্রিজাইডিং অফিসার, পাঁচশ বুথ পুড়িয়ে দিয়েছিল, কিন্তু লাভ হয়নি। যারা এটা করেছিল তাদের লাভ হয়নি।’
তোফায়েল বলেন, ‘আগামীতে যদি এই ধরনের ঘটনা ঘটাতে চায় তার কোনো লাভ হবে না। কারণ, দেশের আইনশৃঙ্খলা বাহিনী তাদের নৈতিক দায়িত্ব দেশের মানুষের জানমালের নিরাপত্তা দেয়া।’
শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ পরিচালনা পরিষদ সভাপতি অধ্যাপক হারুনুর রশীদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচায হারুন-অর-রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মীজানুর রহমান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন