পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে ‘নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ’

পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে ‘শিশুদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ’ বিষয়টি। তবে বিষয়টি অন্তর্ভুক্তির আগে মন্ত্রণালয় গঠিত কমিটির এ সংক্রান্ত খসড়া প্রতিবেদন দেখতে চায় সংসদীয় কমিটি।

বিষয়টিতে কোনো ধরনের সংযোজন-বিয়োজন করার প্রয়োজন আছে কিনা সেটি যাচাই করতেই আগামী বৈঠকে প্রতিবেদনটি উপস্থাপন করার সুপারিশ করা হয়েছে।

জাতীয় সংসদ ভবনে রোববার অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও অধীনস্থ অফিসগুলোতে ডিজিটাল সেবা ব্যবস্থাপনার বর্তমান অবস্থা সম্পর্কে মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবহিত করা হয়।

এছাড়া কমিটি ‘আর্ন্তজাতিক নারী দিবসে’ বাংলাদেশের পথ প্রদর্শক হিসেবে প্রধানমন্ত্রীর সব অবদানের জন্য তাকে সম্মাননা প্রদানের সুপারিশ করে। একই সঙ্গে বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক মহিলা ও শিশুদের জন্য নীতিমালা অনুযায়ী চিকিৎসা সেবা সুবিধা দিতে সুপারিশ করে কমিটি।

কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী মেহের আফরোজ, মো. মোজাম্মেল হোসেন, আমিনা আহমেদ, মনোয়ারা বেগম এবং রিফাত আমিন অংশ নেন।