‘প্রধানমন্ত্রীর নিজ জেলার ৩৫ গ্রামে বিদ্যুৎ নেই’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জের ৩৫ গ্রাম আজও বিদ্যুৎবিহীন। এই গ্রামগুলো কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার। জেলায় মোট গ্রাম রয়েছে ৯০৩টি।
রোববার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নরুল হামিদের দেয়া তথ্যে বিষয়টি জানা গেছে।
সরকারি দলের মহিলা এমপি উম্মে রাজিয়া কাজলের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, গোপালগঞ্জ জেলায় পল্লীবিদ্যুৎ সমিতির মাধ্যমে ৪ হাজার ৭৩৫ কিলোমিটার বিতরণ লাইন নির্মাণ করা হয়েছে। এর ফলে ৭৮৩টি গ্রামে পূর্ণাঙ্গ এবং ৮৫টি গ্রামে আংশিক বিদ্যুতায়ন করা হয়েছে। জেলার ৯০৩ গ্রামের মধ্যে মাত্র ৩৫টি বিদ্যুৎবিহীন রয়েছে।
মন্ত্রী বলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কোটালিপাড়া ও সদর উপজেলায় ইতোমধ্যে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। কাশিয়ানীতে মার্চে ও মুকসুদপুর উপজেলায় জুন নাগাদ শতভাগ বিদ্যুতায়ন হবে বলে আশা করা যায়।
রোহিঙ্গা উদ্বাস্তু অধ্যুষিত জেলায় বিদ্যুতের ঘাটতি নেই
সংরক্ষিত মহিলা আসনের বিরোধী দলের এমপি বেগম খোরশেদ আরা হকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজার জেলার পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন এলাকায় বর্তমানে পিক ও অফপিক আওয়ারে বিদ্যুতের চাহিদা যথাক্রমে ৫৯ ও ৩৬ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহে কোনো ঘাটতি নেই।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন