ভালবাসা দিবস পালনের বিরোধী প্রসেনজিৎ!
ভ্যালেন্টাইনস ডে বা ভালবাসা দিবস। ১৪ ফেব্রুয়ারি বিশ্বের বিভিন্ন দেশে এটি উদযাপন করা হয়। নিজের পছন্দের মানুষের সঙ্গে দিনটা কাটানোর পরিকল্পনা থাকে অনেকের। কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে এই ভালোবাসা দিবসের গুরুত্বই নেই। তিনি খোলামেলাভাবেই এর বিরোধিতা করেছেন। এ খবর জানিয়েছেন পশ্চিমবঙ্গের প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
প্রতিবেদনে বলা হয়, ১৪ ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইনস ডে হিসেবে মানেন না নায়ক। প্রসেনজিৎ বলেন, ‘আমাদের সময় এসব ছিল না। ভ্যালেন্টাইনস ডে মানে কিন্তু আমার কাছে সরস্বতী পুজো। আর বছরে একটা দিন ভালবাসার হয় নাকি? ৩৬৫ দিনই ভালবাসার দিন।’
আলাদা করে কোনও ভ্যালেন্টাইনের নাম বলতে চাননি তিনি। তিনি মনে করেন, বছরের প্রতিটি দিনই প্রেমে পড়া যায়, ভালবাসা যায়। বরং যারা আগামী কাল সেলিব্রেট করবেন তাদের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু তার কাছে বছরের প্রতিটি দিনই ভালবাসার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন