‘গতবছর রেকর্ড ৩৭ লাখ কর্মসংস্থান হয়েছে’
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, গত বছর (২০১৭) দেশে সর্বোচ্চ সংখ্যক ৩৭ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে ১০ লাখ ৩০ হাজার মানুষ বিদেশে, আর দেশে কর্মসংস্থান হয়েছে ১৪ লাখের।
বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।
এছাড়া প্রত্যেক গ্রামে এজেন্ট ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ায় এ খাতে ২০০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, ‘শুধু বিদ্যুৎ ও জ্বালানির নিশ্চয়তা দিতে পারলে বিদেশি বিনিয়োগের কোনো অভাব হবে না। এলএনজি আমদানি শুরু হলে সেই সমস্যা থাকবে না।’
মুস্তফা কামাল বলেন, ‘সম্প্রতি ভোলায় দুটি নতুন গ্যাস ফিল্ড আবিষ্কার হয়েছে, যা নিজেদের সক্ষমতা ব্যবহারের অর্জন। আমাদের বর্তমান মজুদ আছে ২৭ টিসিএফ গ্যাস যা বর্তমান ধারায় ব্যবহার হতে থাকলে আগামী ১৪ বছরে শেষ হয়ে যেত। কিন্তু, এ নতুন দুটি গ্যাস ফিল্ড যুক্ত হওয়াতে মজুদ বাড়বে ১.৫ টিসিএফ গ্যাস।’
তিনি বলেন, ‘প্রবৃদ্ধির ক্ষেত্রে অনেকে বলেন আয় বৈষম্য বেশি। অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি হচ্ছে না। কিন্তু, আন্তর্জাতিক ওয়াল্ড ইকনোমিক ফোরামের মতে, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে, ৩৭ নম্বরে এসেছে।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা এখন গ্রাম-শহর সব মিলিয়ে, হাওর অঞ্চলের জন্য বিশেষ প্রকল্প হাতে নিচ্ছে। আসছে মার্চেই এলডিসি থেকে বের হওয়ার জন্য আমাদের যে তিনটি কম্পোনেন্ট রয়েছে, তা আমরা একই সঙ্গে অর্জন করব। সেটি সম্ভব হলে বাংলাদেশই একমাত্র দেশ যারা একই সঙ্গে তিনটি কম্পোনেন্ট অর্জন করে এলডিসি থেকে বের হয়ে যাবে। বাংলাদেশ হবে এশিয়া অঞ্চলে পঞ্চম টাইগার।’
তিনি জানান, আবাসন খাতে প্রবৃদ্ধি ভালো হচ্ছে। রফতানি খাতে প্রবৃদ্ধি বেড়েছে ১ দশমিক ৫ শতাংশ থেকে সাড়ে ৮ শতাংশ। প্রবাসী আয় বেড়েছে। পুঁজিবাজার ইনডেক্স ৬ হাজার ১০০- এর উপরে। গড় লেনদেন একদিনে ৭৭৫ কোটি টাকা। তাই বলা যায় পুঁজিবাজার অনেক বেশি ভাইব্রেন্ট।
মন্ত্রী জানান, বৈদেশিক মুদ্রার রিজার্ভ অনেক ভাল। আমরা যে চীনের কাছ থেকে ঋণ নেই। তাদের ঋণ চায়নার মোট জিডিপির তুলনায় দ্বিগুণ। সেখানে আমাদের ঋণ নেয়ার হার অনেক কম। দেশে নির্ভরশীল মানুষের সংখ্যা কমছে। অর্থাৎ আগে পরিবারের একজন আয় করলে অন্য সব সদস্য তার ওপর নির্ভর করতো। এখন এরকম নির্ভরতা কমেছে।
তিনি বলেন, রেমিটেন্সের দিক থেকে সারা বিশ্বে আমরা নবম স্থানে রয়েছি।
ব্যাংকিং খাতের ঋণ অনিয়ম বিষয়ক এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ব্যাংক থেকে ঋণ নিয়ে শিল্পকারখানা করাকে আমি নিরুৎসাহিত করি। চীনে ব্যাংক থেকে ঋণ নিয়ে শিল্পকারখানা করার নজির কম। অর্থায়নের উৎস হিসেবে পুঁজিবাজার আদর্শ বিকল্প হতে পারে। তবে পুঁজিবাজার যাওয়ার আগে এর সম্পর্কে পড়াশোনা ও জ্ঞান থাকা প্রয়োজন।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা দেশ থেকে টাকা পাচার করে বিদেশে ব্যবসা করেন, তারা যখন বুঝবেন দেশে ব্যবসা করাই লাভজনক, তখন আর বিদেশে পাচার করবেন না। বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য আকর্ষণীয় জায়গা।’
মুস্তফা কামাল বলেন, ‘শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। বর্তমান বিশ্বের চাহিদা ও প্রয়োজন মেনে জ্ঞান ও প্রযুক্তি নির্ভর এবং হাতে-কলমে শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করতে হবে। এছাড়া বর্তমানের প্রয়োজনের সঙ্গে আগামীর প্রয়োজন মাথায় থেকে শিক্ষা ব্যবস্থাকে সাজাতে হবে।’
অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন- পরিকল্পনা সচিব জিয়াউল ইসলাম, আইএমইডির সচিব মফিজুল ইসলাম, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য জুয়েনা আজিজ, বিআইডিএস’র মহাপরিচালক কে এস মুর্শিদ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক আমির হোসেন প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন