ব্রিজ থেকে সেলফি, অতঃপর…
নিখুঁত সেলফি তুলতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হল এক নাবালকের৷ভারতের সোনারি থানা এলাকার ডুমহানি নদীর একটি ব্রিজে এ ঘটনা ঘটেছে৷নিহত কিশোরের নাম মহম্মদ তানজির (১৩)৷ তার বাড়ি ঝাড়খণ্ডের জামশেদপুরের আজাদনগরে৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তানজির ও তার তিন বন্ধু ডুমহানি নদীর উপরে তৈরি একটি নতুন ব্রিজের উপর দাড়িয়ে সেলফি তুলছিল৷ সেই সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় সে৷ সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে টাটা মেইন হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা৷ সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে সোনারি থানার পুলিশ৷ পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে৷
এটাই প্রথমবার নয়৷ সেল্ফির ঝোঁকে প্রাণ হারিয়েছে বহু মানুষ৷ এবিষয়ে বহু সচেতনতা প্রকল্প চালু হলেও নিখুঁত সেলফির খোঁজে ঝুঁকি নিতে পিছপা হয়না মানুষ৷ বহু প্রতিকার ও প্রতিরোধের চেষ্টা সত্ত্বেও বহাল সেলফি মৃত্যু৷ গত বছর নভেম্বর মাসেও এই ধরণের একটি ঘটনা ঘটেছিল মধ্যপ্রদেশের পাতালপানি ঝর্ণায়৷ সেখানেও সেলফি তুলতে গিয়ে মৃত্যু হয়েছিল এক ১৬ বছরের নাবালিকার৷
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন