ফাঁপড়ে পড়েছেন কারিনা!
এ কেমন একচোখামি? না কি ব্যাপারটাকে স্রেফ বিদ্বেষের আখ্যাই দিতে হয়? হয়েছে কী, দুই ভাই ঋষি কাপুর আর রাজীব কাপুরকে সাথে নিয়ে রণধীর কাপুর কিছু দিন আগেই হাজির হয়েছিলেন এক অনুষ্ঠান সভায়। যে অনুষ্ঠানের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে তাদের প্রয়াত বাবা এবং বলিউডের সেরা শো-ম্যান রাজ কাপুরের।
রাজ কাপুর এক্সেলেন্স অ্যাওয়ার্ড ইন এন্টারটেনমেন্ট- এভাবেই প্রয়াত নায়কের নামে অঙ্কিত করা হয়েছে সেই পুরস্কারকে।
সেখানেই যখন ছোট মেয়ে কারিনা কাপুর খানের ছেলে তৈমুর আলি খানকে নিয়ে তাকে প্রশ্ন করলেন সাংবাদিকরা। আর প্রশ্ন করতেই রাগে ফেটে পড়েন রণধীর।
প্রতিদিন সকালে উঠে আমায় খবরের কাগজে তৈমুরের ছবি দেখতে হয়। এতটাই বিখ্যাত হয়ে গেছে ও! আর শুধু তো তৈমুর নয়, ওর আয়াটাও বিখ্যাত হয়ে উঠেছে সাথে সাথে। আর এসব কেন হচ্ছে? না, পাপারাজ্জিদের জন্যে’, আশ মিটিয়ে গায়ের ঝাল ঝেড়েছেন দাদা মশায়!
রণধীরের এ রকম মন্তব্যের কারণ যা-ই হোক না কেন, ফাঁপড়ে পড়েছেন শেষ পর্যন্ত কারিনাই! হাজার হোক, বাবাকে তো আর চটানো যায় না! ফলে সোমবার যখন তৈমুরকে নিয়ে বাবার বাড়িতে যান তিনি, আয়াকে রেখে এলেন নিজের বাড়িতেই!
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন