যুক্তরাষ্ট্রের জিএসপি চায় না বাংলাদেশ : তোফায়েল

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানিতে বিশেষ সুবিধা জিএসপির কোনো দরকার নেই বলে জানিয়ে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মন্ত্রী বলেন, ‘জিএসপি সুবিধার কোন প্রয়োজন নেই। আমরা এটা আর চাইবও না। কারণ যত শর্ত পূরণ করিই না কেন তারা বলবে আরও দরকার। আমি বলতে পারি রোজ কেয়ামত পর্যন্ত আমরা শর্ত পূরণ করলেও মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে জিএসপি সুবিধা দেবে না।’
বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশ জাপানের রাষ্ট্রদূত এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন বাণিজ্যমন্ত্রী।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফন ব্লুম বার্নিকাট বলেছেন, শর্তপূরণের দিক থেকে বাংলাদেশ যদি আরও এগিয়ে যায়, তাহলে জিএসপি সুবিধা দেবে তার দেশ। এই মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তোফায়েল বলেন, ‘আমি আগেও বলেছি আজও বলছি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে জিএসপি সুবিধা পাওয়ার আশা আমরা করি না। কারণ আমরা যত খুশি অগ্রগতি লাভ করি না কেন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এ সুবিধা দেবে না।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন



















