সিরিয়ায় যুক্তরাষ্ট্র ২০ ঘাঁটি বানিয়েছে : রাশিয়া
সিরিয়া নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন পক্ষের রাজনীতি আরো জটিল হচ্ছে। সম্প্রতি সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি জানান দেয় দেশটি। এবার রাশিয়া অভিযোগ করল, সিরিয়ার কুর্দি নিয়ন্ত্রিত অঞ্চলে যুক্তরাষ্ট্র প্রায় ২০টি সামরিক ঘাঁটি তৈরি করেছে।
মার্কিন সামরিক ঘাঁটির এ অভিযোগ করেছেন রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের এক কর্মকর্তা। বৃহস্পতিবার ওয়াশিংটন কুর্দিদের অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করছে বলেও জানিয়েছেন নিরাপত্তা কাউন্সিলের সচিব নিকোলাই পাত্রুশেভের সহযোগী আলেকজান্দার ভেনেদিকতোভ।
ইসলামিক স্টেটের (আইএস) আক্রমণ প্রতিরোধকারী সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী কুর্দিদের পিপলস্ প্রটেকশন ইউনিটকে (ওয়াইপিজি) সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াইপিজি সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বিশাল একটি এলাকা নিয়ন্ত্রণ করছে, যা এক সময় আইএসের নিয়ন্ত্রণে ছিল। এই এলাকায়ই যুক্তরাষ্ট্র সামরিক ঘাঁটিগুলো স্থাপন করেছে বলে অভিযোগ রাশিয়ার।
ওয়াইপিজিকে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে কুর্দি অধ্যুষিত এলাকাগুলো স্বায়ত্তশাসনের জন্য সশস্ত্র বিদ্রোহরত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বর্ধিতাংশ বলে বিবেচনা করে আঙ্কারা। ওয়াইপিজির শক্তি বৃদ্ধিতে পিকেকে আরো উজ্জীবিত হয়ে উঠবে, এমন ধারণায় তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে তুরস্ক সরকার। ফলে সেখানকার পরিস্থিতি ক্রমে জটিল হয়ে উঠেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন