‘সব শূন্যতার মাঝেও তোমার ভালোবাসা অনুভব করি’
‘সব শূন্যতার মাঝেও আমি তোমার ভালোবাসা অনুভব করি মা।’ ভারতের প্রখ্যাত অভিনেত্রী শ্রীদেবীকে নিয়ে এক আবেগঘন লেখায় তার পরিবার নিয়ে বিরূপ ধারণা না করতে ভক্তদের প্রতি আবেদন জানিয়েছেন তার বড় মেয়ে জাহ্নবি। শ্রীদেবীর মৃত্যুর পর তার পরিবার ও স্বামী বনি কাপুরের সাথে সম্পর্ক নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে কিছু নেতিবাচক সংবাদ ছাপা হয়েছিল।
শ্রীদেবী-বনির বড় কন্যা জাহ্নবি শিগগিরই পা রাখতে যাচ্ছেন বলিউডের রুপালি জগতে। গতকাল মায়ের স্মৃতিচারণ করে ২০ বছর বয়সী জাহ্নবি লিখেছেন, ‘সব শূন্যতার মধ্যেও এখনো আমি তোমার ভালোবাসা অনুভব করি। চোখ বন্ধ করলেই সুন্দর স্মৃতিগুলো ভেসে ওঠে মনের আয়নায়।’
শ্রীদেবীর ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি চাই আপনারাও আন্তরিকতার সাথে আমার মাকে স্মরণ করুন, তার আত্মার শান্তির জন্য দোয়া করুন। হতাশা, ঈর্ষা বা অহঙ্কার ছিল না তার মধ্যে।’
বাবা-মায়ের সম্পর্কের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য ভক্তদের আহ্বান জানান জাহ্নবি। বলেন, ‘মনে রাখবেন আমার মায়ের জীবনের সবচেয়ে বড় অংশ ছিল বাবার প্রতি তার ভালোবাসা। তাদের ভালোবাসার মতো আর কিছু পৃথিবীতে নেই। তাদের মতো পরস্পরের প্রতি শ্রদ্ধাশীলও আর কোনো দম্পতি ছিল না। কেউ এই সম্পর্ককে কলঙ্কিত করার চেষ্টা করলে তা হবে দুঃখজনক।’
প্রসঙ্গত, শ্রীদেবী-বনির সংসারের ছোট মেয়ের নাম খুশি কাপুর। গত ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের হোটেল কক্ষের বাথরুমে মৃত অবস্থায় পাওয়া যায় শ্রীদেবীকে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন