ব্যর্থ হলেই বার্সা ছাড়বেন মেসি!

চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেলেইবার্সেলোনা ছাড়বেন লিওনেল মেসি! এরই মধ্যে সেরকম চিন্তাভাবনা করে ফেলেছেন তিনি। এমন খবর জানিয়ে বোমা ফাটিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেস ডট ইউকে।

মেসিকে সব দিয়েছে বার্সা। অর্থ, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি-সব। কাতালানদের বদান্যতায় পেয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের তকমা।

বার্সার ঋণ শোধ করতেও কার্পণ্য করেননি মেসি। কাতালানদের এনে দিয়েছেন গোটা ৩০ খানা শিরোপা। এর মধ্যে রয়েছে ৪টি চ্যাম্পিয়নস লিগ। এবারও দলকে ইউরোপের সর্বোচ্চ মর্যাদার শিরোপা জেতাতে চান তিনি। তবে এর ব্যত্যয় ঘটলেই নাকি হবে সর্বনাশ! প্রিয় দল ছেড়ে দেবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড!

একাধিক স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, পঞ্চমবারের মতো বার্সাকে চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দিতে মরিয়ামেসি। যদি ব্যর্থ হন, তাহলে ন্যু ক্যাম্পে ক্যারিয়ারের ইতি টানবেন ম্যাজিক ম্যান।

প্রভাবশালী সংবাদমাধ্যম ডন ব্যালন জানিয়েছে, ভবিষ্যত নিয়ে সহধর্মিনী আন্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে আলোচনা করেছেন মেসি। তাকেই এমন ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।

ইউরোপের সেরা ক্লাবগুলোর প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ন্যু ক্যাম্পে মুখোমুখি হবে দুই দল। সেই মহারণের আগে এমনটি জানালেন ওয়ান্ডার ম্যান।

দুয়ারে কড়া নাড়ছে রাশিয়া বিশ্বকাপ। ক্লাবের হয়ে সবকিছু জিতলেও এখনও অধরা স্বপ্নের সোনার ট্রফিটা। এবার আর্জেন্টিনার হয়ে তাও জিততে চান মেসি। এ নিয়ে প্রিয়তমাকে গোলমেশিন জানিয়েছেন, আমি আমার শেষ ইচ্ছাটুকু পূরণ করতে চাই। তা অপূর্ণ থাকলে স্বদেশে ফিরতেও বিলম্ব হতে পারে!

আসন্ন বিশ্বকাপে ডি গ্রুপে রয়েছে আর্জেন্টিনা। এ গ্রুপে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ নাইজেরিয়া, ক্রোয়েশিয়া ও আইসল্যান্ড।