সৌরভকে ছাড়িয়ে গেলেন গেইল
ওয়ানডে ক্রিকেটে ২৩তম সেঞ্চুরি করে ভারতের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে ছাড়িয়ে গেলেন ক্রিস গেইল। একদিনের ক্রিকেটে ২২টি সেঞ্চুরি করে অবসরে যান সৌরভ।আর ওয়ানডে ক্যারিয়ারের ২৭৬তম ম্যাচে ২৩তম সেঞ্চুরি করেছেন ৩৮ বছর বয়সী গেইল।
শুধু সৌরভই নয়! আরব আমিরাতের বিপক্ষে ১২৩ রানের ইনিংস খেলার মধ্য দিয়ে শ্রীলংকার সাবেক তারকা ক্রিকেটার তিলকরত্নে দিলশানকেও ছাপিয়ে গেছেন ক্যারিবীয়ান ব্যাটিং দানব।ক্রিস গেইল ও হিটমারের সেঞ্চুরিময় ম্যাচে আমিরাতকে ৬০ রানে পরাজিত করে ওয়েস্ট ইন্ডিজ।
মঙ্গলবার জিম্বাবুয়ের হারারেতে বিশ্বকাপের বাছাই পর্বের খেলায় আগে ব্যাট করে ক্রিস গেইল ও সিমরন হিটমারের জোড়া সেঞ্চুরিতে ৩৫৭ রানের পাহাড় গড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে ৯১ বলে ৭ চার ও ১১ ছক্কায় ১২৩ রান করেন গেইল। তার সতীর্থ হিটমার ৯৩ বলে ১৪ চার ও ৪ ছক্কায় ১২৭ রান করেন। হিটমারের তৃতীয় ওয়ানডে ক্যারিয়ারে এটা প্রথম সেঞ্চুরি।
জবাবে ব্যাটিংয়ে নেমে কম যায়নি আরব আমিরাতও। ওয়েস্ট ইন্ডিজের বোলিংকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে রমিজ শেজহাদের সেঞ্চুরিতে ২৯৭ রান তুলতে সক্ষম হয় আমিরাত। দলের হয়ে ১০৭ বল মোকাবেলা করে ৯ চার ও ৪ ছক্কায় ১১২ রান করেন রমিজ। এছাড়া ৬৪ রান করেন আনোয়ার।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ৩৫৭/৪ (গেইল ১২৩, হিটমার ১২৭)।
আমিরাত: ৫০ ওভারে ২৯৭/৬ (রমিজ শেহজাদ ১১২, আনোয়ার ৬৪)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৬০ রানে জয়ী।
ম্যাচ সেরা: সিমরন হিটমার (ওয়েস্ট ইন্ডিজ)।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন