‘যুক্তরাষ্ট্রের পক্ষে আর যুদ্ধ করবে না পাকিস্তান’
যুক্তরাষ্ট্রের হয়ে আর কখনও যুদ্ধ করবে না পাকিস্তান।পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ একথা বলেছেন।
পাকিস্তানের জাতীয় পরিষদে দেওয়া এক বক্তৃতায় তিনি একথা বলেন।
খাজা আসিফ বলেন, ‘আফগানিস্তানসহ কয়েকটি মুসলিম দেশ প্রায়ই আশা করে, পাকিস্তান তাদের সীমানার ভেতরে গিয়ে তাদের হয়ে যুদ্ধ করুক। কিন্তু পাকিস্তান কখনও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোনো যুদ্ধে জড়াবে না।’
জমিয়তে উলামায়ে ইসলাম দলের নেতা মাওলানা ফজলুর রহমানের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন খাজা আসিফ।
মুসলিম দেশগুলোর মধ্যকার অনৈক্য ও নানা প্রকার সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, মুসলিম দেশগুলো শত্রুদের সহায়তা ন্ করলে কোন শত্রু দেশই মুসলমানদের ক্ষতি করতে পারবে না।’
সূত্র: জি-নিউজ
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন