হাফসেঞ্চুরি করে আউট তামিম
দলের বিপদের মুহূর্তে দুর্দান্ত এক হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম ইকবাল। ৪১ বলে ফিফটি পূর্ণ করেই অবশ্য আউট হয়ে গেছেন দেশসেরা এই ওপেনার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১০৫ রান।
বাংলাদেশ প্রথম উইকেটটা হারিয়েছে ১১ রানেই। আকিলা ধনঞ্জয়া বলটা ওয়াইডের কাছাকাছি জায়গায় ফেলেছিলেন। বোকার মতো তাতেই ব্যাট চালিয়ে দিলেন লিটন দাস। মিডঅফে পেরেরার ক্যাচ হয়ে ৩ বলে শুন্য রান করেই ফিরেছেন ডানহাতি এই ওপেনার।
এরপর ধনঞ্জয়া বোকা বানিয়েছেন বাংলাদেশের আরেক ব্যাটসম্যান সাব্বির রহমানকে। তার বলে এগিয়ে খেলতে গিয়ে স্ট্যাম্পিংয়ের শিকার সাব্বির। ৮ বলে ৩ বাউন্ডারিতে ১৩ রান করেন তিনি।
৩৩ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়া দলের হাল ধরেছেন দুই অভিজ্ঞ সেনানী তামিম ইকবাল আর মুশফিকুর রহীম। তৃতীয় উইকেটে এই জুটিতে এসেছে ৬৪ রান। ২৫ বলে ২ চারে ২৮ রান করে মুশফিক আপোনসোর শিকার হলে ভেঙে যায় এই জুটিটি।
এর আগে, দুই পেরেরা- কুশল আর থিসারার বিধ্বংসী হাফসেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ১৫৯ রানের পুঁজি গড়ে স্বাগতিক শ্রীলঙ্কা।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। চোট কাটিয়ে ফেরা সাকিব এই ম্যাচে বোলিং উদ্বোধন করেছেন।
প্রথম ওভারে মাত্র ৩ রান দেয়ার পর নিজের দ্বিতীয় ওভারে এসে উইকেটও তুলে নিয়েছেন সাকিব। তার ঘূর্ণি বল উপরে তুলে মারতে গিয়ে সাব্বির রহমানের ক্যাচ হয়ে ফিরেছেন দানুষ্কা গুনাথিলাকা (৪)।
এরপর কুশল মেন্ডিসকেও ভয়ংকর হতে দেননি মোস্তাফিজুর রহমান। তার বাঁহাতি কাটারে সৌম্য সরকারের ক্যাচ হয়ে মেন্ডিস ফিরেছেন মাত্র ১১ রান করে।
পরের ওভারে এসে উপুল থারাঙ্গা (৫) রানআউট হয়েছেন। ওই ওভারেই শুন্য রানে দাসুন শানাকাকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়েছেন মোস্তাফিজ। মেহেদী হাসান মিরাজের শিকার হয়ে ৩ রান করে ফিরেছেন জীবন মেন্ডিসও।
৪১ রানে ৫ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকতে থাকা দলকে এরপর টেনে নেয়ার দায়িত্ব পালন করেছেন দুই পেরেরা-কুশল আর থিসারা। ষষ্ঠ উইকেটে তারা গড়েছেন ৯৭ রানের বিধ্বংসী এক জুটি। এই জুটিতে ভর করেই লঙ্কানরা লড়াই করার পুঁজি পেয়েছে।
কুশল পেরেরা তুলে নিয়েছেন ক্যারিয়ারের দশম হাফসেঞ্চুরি। ৪০ বলে ৬১ রান করে সৌম্য সরকারের শিকার হন এই ব্যাটসম্যান। ৩৬ বলে ৫৮ রান করে ইনিংসের শেষ ওভারে রুবেলের বলে আউট হয়েছেন থিসারা পেরেরা।
বাংলাদেশের পক্ষে ২টি উইকেট নেন মোস্তাফিজুর রহমান। তবে তিনি বেশ খরুচে ছিলেন। বাঁহাতি এই পেসার ৪ ওভারে দিয়েছেন ৩৯ রান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন