বিমান বিধ্বস্ত : কাল আনা হচ্ছে ১৭ বাংলাদেশির লাশ

নেপালের বিমান বিধ্বস্তে নিহতদের মধ্যে ১৭ বাংলাদেশির লাশ শনাক্ত করেছে তাদের স্বজনরা। শনাক্তকৃত ১৭ বাংলাদেশির লাশ সোমবার বাংলাদেশে আনা হচ্ছে বলে জানিয়েছেন নেপালে অবস্থানরত ইউএস-বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ।
তিনি জানান, সোমবার এয়াফোর্সের বিশেষ এয়ারক্রাফটে লাশগুলো বাংলাদেশে নিয়ে আসা হবে। তার আগে তাদের স্বজনদের ইউএস-বাংলার এয়ারক্রাফটে নিয়ে যাওয়া হবে।
ইমরান আসিফ জানান, রোববার রাতের মধ্যে গোসল শেষে লাশগুলো প্রক্রিয়াজাত করা হবে। এরপর সোমবার সকাল ৬টায় নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে নেয়া হবে। সকাল ৮টায় সেখানে জানাজা শেষে ১৭ লাশ বিমানবন্দরে নেয়া হবে।
এদিকে নেপালে অবস্থানরত বাংলাদেশ মেডিকেল টিমের প্রতিনিধি দলের সদস্য ডা. সোহেল মাহমুদ জানিয়েছেন, প্লেন বিধ্বস্তের ঘটনায় আরও ছয়জনের লাশ শনাক্ত করা হয়েছে। তবে এর মধ্যে কোনো বাংলাদেশি রয়েছেন কি-না বা থাকলেও কতোজন সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
তিনি জানান, এখন পর্যন্ত শনাক্তকৃত ১৭ বাংলাদেশির লাশ স্বজনরা দেখেছেন। আরো চার বাংলাদেশির মরদেহ শনাক্তকরণ শেষ পর্যায়ে রয়েছে। বাকি পাঁচজনের ডিএনএ টেস্ট করতে হবে। দেশের স্বজনদের সেম্পলও নেয়া হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন



















