রাজধানীতে মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সাজার প্রতিবাদ ও তার নিঃশর্ত মুক্তি এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর নিঃশর্ত মুক্তির দাবীতে রাজধানীর উত্তরার আযমপুরে বিক্ষোভ মিছিল করেছে মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল।
এ সময় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর সভাপতি ফখরুল ইসলাম রবিন ও সাধারন সম্পাদক গাজী রেজওয়ান উল হোসেন রিয়াজ। মিছিলে মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম ও যুগ্ন সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির সহ ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন