হঠাৎ যুক্তরাষ্ট্র সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

উত্তেজনার মধ্যেই হঠাৎ ছয় দিনের ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্র সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি। তার এ সফরের উদ্দেশ্য নিয়ে পাকিস্তানে নানা জল্পনার সৃষ্টি হয়েছে। সফর উদ্দেশ্যে মঙ্গলবার পাকিস্তান ত্যাগ করেন আব্বাসি।

পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লিগ বিশেষ করে শরিফ পরিবার বর্তমানে নানামুখী রাজনৈতিক সংকট মোকাবেলা করছে। এজন্য এ সফরে ট্রাম্প প্রশাসনের শক্তিশালী ব্যক্তিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। খবর রেডিও তেহরানের।

তবে পাক প্রধানমন্ত্রীর এ সফর নিয়ে তার দফতর থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। আব্বাসির ঘনিষ্ঠ সূত্র থেকে অনানুষ্ঠানিক জানানো হয় যে, ফিলাডেলফিয়ায় পাক প্রধানমন্ত্রীর এক বোনের অপারেশন হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার এ অপারেশন হবে এবং তাকে দেখতে এ সফরে গেছেন তিনি।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে আগে কূটনৈতিক দায়িত্বপালন করেছেন এমন এক পাক কর্মকর্তা ভিন্ন মন্তব্য করেন। তিনি বলেন, কূটনৈতিক লক্ষ্য অর্জনকে সামনে রেখে অনেক সময়ই রাষ্ট্র বা সরকারপ্রধানরা খানিকটা চুপিসারে সফর করেন।