ট্রাফিক সচেতনতায় প্রিয়ার ছবি ব্যবহার পুলিশের

চোখের ভঙ্গিমা দেখিয়ে সোশ্যাল মিডিয়ার ব্যাপক আলোচিত মালয়লী অভিনেত্রী প্রিয়া প্রকাশের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ট্রাফিক সচেতনতা বাড়াতে চাইছে ভারতের বদোদরা পুলিশ।

জানা গেছে, প্রিয়ার একটি ছবিকে পোস্টার বানিয়ে সেই সঙ্গে লেখা হয়েছে, দুর্ঘটনা ঘটতে পারে চোখের পলকে। তাই সতর্ক হয়ে গাড়ি চালান।‌ তবে এই ছবি গোটা ভারতজুড়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।

এর আগেও বদোদরা পুলিশ সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী সব পোস্টার বানিয়ে প্রচার করেছে। সেগুলির মধ্যে গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা না বলার আবেদনও রীতিমতো জনপ্রিয় হয়েছিল।

এর আগে মুম্বাই পুলিশ ও বেঙ্গালুরু পুলিশও প্রিয়ার ছবি ব্যবহার করে ট্রাফিক সচেতনতা গড়ে তোলার চেষ্টা করেছিল। পাশাপাশি ছিল সাইবার অপরাধ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার চেষ্টা।