৫০টি শকুনের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য

ভারতের অাসামে একের পর এক শকুনের মৃত্যুতে উদ্বিগ্ন পরিবেশপ্রেমীরা৷ ধারণা করা হচ্ছে, বিষক্রিয়ার ফলে প্রায় ৫০টি শকুনের মৃত্যু হয়েছে৷ গত কয়েক দিনে অাসামের শিবসাগর ও নওগাঁও এলাকায় কমপক্ষে ৫০টি শকুনের মৃতদেহ পাওয়া গেছে৷ দেশটির একমাত্র শকুন সংরক্ষণকারী সংস্থা বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা এমনটাই দাবি করেছেন৷

জানা গেছে, শুধু ৫০টি শকুনের মৃতদেহ পাওয়া গেছে, তা নয়৷ আরও ১৪টি অসুস্থ শকুনের চিকিৎসা চলছে অাসামের কামরূপ জেলার রানি শকুন প্রজনন কেন্দ্রে৷ প্রাকৃতিক পরিবেশে এক সঙ্গে এত শকুনের মৃত্যু এই প্রথম বলে জানিয়েছেন দেশটির পরিবেশবিদরা৷ কলকাতা টুয়েন্টিফোর।