বেরোবি শিক্ষার্থী সাদিয়াকে সাময়িক বহিস্কার
বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাদিয়া আফরোজ নীনা জঙ্গি তৎপরতার অভিযোগে আটক হওয়ার পর তার ছাত্রত্ব সাময়িকভাবে স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার এক নির্বাহী আদেশে এ বহিস্কারাদেশ দেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।
বুধবার গভীর রাতে লালমনির হাট জেলার হাতিবান্ধা উপজেলার ধুবনী গ্রামের বাড়ি থেকে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ওই শিক্ষার্থীকে আটক করে। পরে জঙ্গি তৎপরতার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করার পর তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
আটক করার পর তার বিরুদ্ধে জঙ্গী তৎপরতায় সম্পৃক্ততার অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে (১৫৯৩)/১৬(২) ধারায়) মামলা দায়ের করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ছবি ও ভিডিও ফুটেজ দিয়ে জঙ্গী সদস্যদের উদ্বুদ্ধ করে নাশকতা চালানোর পরিকল্পনা করার অভিযোগ আনে পুলিশ।এমনকি তাঁর বিরুদ্ধে জঙ্গী তামিম গ্রুপের সম্পৃক্ততার অভিযোগও আনা হয়।
২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া এই শিক্ষার্থী বর্তমানে চতুর্থ বর্ষ ২য় সেমিস্টারে অধ্যয়নরত।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন