মোহাম্মদ সালাহর নতুন ঠিকানা রিয়াল না বার্সা?
আগুনে ফর্মে আছেন মোহাম্মদ সালাহ। চলতি মৌসুমে লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৩৮ গোল। সঙ্গত কারণে তার ওপর চোখ পড়েছে ইউরোপের হেভিওয়েটদের।
সেই তালিকায় আছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে- ফর্মের তুঙ্গে থাকা ফুটবলারের নতুন ঠিকানা কোনটি?
রোমা থেকে লিভারপুলে যোগ দেয়ার পর থেকেই চমক দেখিয়ে যাচ্ছেন সালাহ। পায়ের কারিকুরি ও অনন্য ফুটবলীয় দক্ষতা প্রদর্শন করে মুগ্ধ করে চলেছেন ভক্তদের। এমন খেলোয়াড়কে কে না দলে ভেড়াতে চায়? চাচ্ছে রিয়াল-বার্সাও।
শোনা যাচ্ছে, তাতে নাকি ইতিবাচক সাড়াও দিয়েছেন মিসরের মেসিখ্যাত ফুটবলার। তার প্রথম পছন্দ মাদ্রিদ ক্লাবটি। পরের তালিকায় আছে কাতালানের দলটি। দুদলের যে কোনো একটির ডেরায় ভিড়তে দৌড়ঝাঁপ করছেন তিনি!
তবে সালাহর সিদ্ধান্তকে অনেকে আত্মঘাতী বলছেন। এ দলে রয়েছেন খোদ সাবেক মিসরীয় কোচ হাসান শিহাতা। তিনি বলেন, রিয়ালে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং বার্সায় আছে লিওনেল মেসি। দুদলের যে কোনোটিতে গেলে তাদের ছায়ার নিচে পড়ে যাবে সালাহ।
তিনি মনে করেন, লিভারপুল ছাড়ার আগে অন্তত দুবার ভাববে দ্য ফারাও।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন