এবার মহাকাশে বিলাসবহুল হোটেল!
মহাকাশে খুব শীঘ্রই হোটেল নির্মাণ হতে চলেছে৷ সেখান থেকে বারবার সূর্য ওঠা দেখতে পারবেন হোটেলে বেড়াতে যাওয়া ব্যক্তিরা। যুক্তরাষ্ট্রের কোম্পানি ওরিয়ন স্প্যান এই প্রথম মহাকাশে বিলাসবহুল হোটেল খুলতে যাচ্ছে৷ মার্কিন এই সংস্থাটি চার বছরের মধ্যেই মহাশূন্যে ভাসমান হোটেলটি তৈরি করে ফেলবে৷ হোটেলটির নামকরণও হয়ে গিয়েছে৷ নাম দেওয়া হয়েছে অরোরা স্টেশন৷
সংস্থাটি জানিয়েছে, এক্ষেত্রে আপনাকে ১২ দিন সময় হাতে নিয়ে বের হতে হবে৷ ১২ দিনের ওই ট্যুরে থাকবে ৪ জন অভিযাত্রী ও ২ জন ক্রু মেম্বার৷ এর জন্য আপনাকে খরচ করতে হবে ৯.৫ মিলিয়ন ডলার৷ এর মধ্যে ৮০ হাজার ডলার আপনাকে অনলাইনে জমা করতে হবে৷ এটা অবশ্য ফেরতযোগ্য৷
অরোরা স্টেশন মহাকাশ যাত্রীদের জন্য বেশ রাজকীয় ব্যাপার হবে বলে মনে করা হচ্ছে৷ এই ভাসমান হোটেলটি প্রতি ৯০ মিনিটে পৃথিবীকে একবার চক্কর দেবে৷ তার মানে যাত্রীরা প্রতি ২৪ ঘন্টায় ১৬ বার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পারবেন৷ বিনা মাধ্যাকর্ষণ শক্তিতে এই হোটেল চার বছর ধরে নির্মাণ করা হবে৷ ২০২২ এর মধ্যেই তৈরি হয়ে যাবে এই হোটেল৷ এরপরই মহাকাশে ভাসতে ভাসতে এই হোটেলের আনন্দ নিতে পারবেন যাত্রীরা৷ এই হোটেলে ৫ স্টার হোটেলের পরিষেবা পাওয়া যাবে।
সূত্র: দ্য গার্ডিয়ান
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন