পাকিস্তানে অন্তঃসত্ত্বা শিল্পীকে গুলি করে হত্যা
পাকিস্তানের সিন্ধ প্রদেশের লারকানা শহরে গুলি করে এক অন্তসঃত্ত্বা সংগীতশিল্পীকে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার পারিবারিক এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর দেশজুড়ে শিল্পীরা বিক্ষোভ করেছেন এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
নিহত শিল্পীর নাম সামিরা সিন্ধু (২৮)। তিনি আট মাসের অন্তসঃত্ত্বা ছিলেন।
নিহত শিল্পীর স্বামী আশিক সাম্য পুলিশকে বলেন, অনুষ্ঠানে এক লোক তাঁর স্ত্রীর দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে গান গাইতে বলেন। এ সময় সামিরা বলেন, তিনি অন্তঃসত্ত্বা। দাঁড়াতে পারবেন না। এরপর লোকটি তাঁকে গুলি করেন।
এ ঘটনার পর তারিক যাতই নামের সেই লোককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আদালতের বাইরে সাংবাদিকদের বলেন, তিনি উদযাপনের সময় ফাঁকা গুলি ছুড়েছিলেন। ভুল করে সামিরাকে গুলি লাগে। তাকে রিমান্ডে নিয়েছে পুলিশ।
বিক্ষোভকারীরা বলছেন, ঘটনাস্থলে আরো দুই লোক উপস্থিত ছিল। তাদেরও গ্রেপ্তার করতে হবে।
সামিরা সিন্ধু স্থানীয় লোকজনের মধ্যে জনপ্রিয় সংগীতশিল্পী। সিন্ধ লোকগীতি ও সুফি সংগীত ঘরানার আটটি অ্যালবাম তাঁর রয়েছে। তবে তাঁর রোজগারের মূল উৎস ছিল পারিবারিক অনুষ্ঠান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন