দুই দেশ সফরে বিকালে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী
গাল্ফ শিল্ড ওয়ান শীর্ষক এক সামরিক মহড়ার সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে আজ সৌদি আরব যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে ২৫তম কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে যুক্তরাজ্য যাবেন তিনি। রবিবার বিকালে প্রধানমন্ত্রীর ঢাকা ছাড়ার কথা রয়েছে।
সৌদি আরবে সামরিক মহড়ার সমাপনী অনুষ্ঠান শেষে যুক্তরাজ্য যাবেন তিনি।
প্রধানমন্ত্রীর সৌদি আরব ও যুক্তরাজ্য সফরের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে আগেই জানিয়েছিল।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছিলেন, ‘বাংলাদেশ সৌদি নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী ইসলামী সামরিক জোটে অংশগ্রহণ করেছে। মহড়া মার্চের ১৮ তারিখ শুরু হয়েছে এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১৮ সদস্যের একটি প্রতিনিধিদল এই মহড়ায় অংশ নিয়েছে।’
এজন্য ১৫ এপ্রিল সৌদি আরবের দাম্মামে আয়োজিত ২৩টি দেশের সামরিক মহড়ায় যোগ দেবেন শেখ হাসিনা। এ মহড়ায় বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, মিশর, জর্ডান, সুদান, মৌরিতানিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, চাদ, জিবুতি, নাইজার, কমোরোস, আফগানিস্তান, ওমান, গায়না, তুরস্ক এবং বুরকিনা ফাসোর সেনাবাহিনী থাকবে।
যুক্তরাজ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদির মধ্যে শেখ হাসিনার বৈঠকের হতে পারেও বলে ইঙ্গিত দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী।
এছাড়া রোহিঙ্গা সংকটের চিত্র কমনওয়েলথ সম্মেলনে তুলে ধরা হবে বলে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন