দুর্ঘটনায় নিহতদের পরিবার আর্থিক সহায়তা পাবে : রেলমন্ত্রী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/04/image-38522-1523783103.jpg)
গাজীপুরের টঙ্গীতে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
এ ছাড়া দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খরচও বহন করা হবে বলে জানিয়েছেন তিনি।
রোববার দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
রোববার দুপুরের দিকে টঙ্গীর নতুনবাজার এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে চার যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন কমপক্ষে ৩০ জন।
হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন