ডিইউজে নির্বাচনে গনি-শহিদ পরিষদ জয়ী
ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের (ডিইউজে) নির্বাচনে গনি-শহিদ পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছেন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কাদের গনি চৌধুরী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে ৮টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সদস্যরা।
সভাপতি পদে কাদের গনি চৌধুরী পেয়েছেন ৪৯৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম প্রধান পেয়েছেন ৪৮৭ ভোট। অপরদিকে বাকের-খুরশিদ পরিষদের সভাপতি প্রার্থী বাকের হোসেন পেয়েছেন ১৭৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত শহিদুল ইসলাম পেয়েছেন ৬০৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খুরশিদ আলম পেয়েছেন ৩৭৬ ভোট এবং একই পদে অন্য প্রার্থী মো. মাসুদ পেয়েছেন ৫৪ ভোট।
নির্বাচনে দুইটি প্যানেল ও দুইজন স্বতন্ত্র প্রার্থীসহ ৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে গনি শহিদ পরিষদের ১৭ জন প্রার্থী জয়লাভ করেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ সভাপতি পদে আনোয়ারুল কবীর বুলু, বাছির জামাল, শাহীন হাসনাত, যুগ্ম সম্পাদক পদে এরফানুল হক নাহিদ, সাংগঠনিক সম্পাদক পদে মো. দিদারুল আলম, প্রচার সম্পাদক পদে দেওয়ান মাসুদা সুলতানা, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে আবুল কালাম।
এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন, খন্দকার হাসনাত করিম পিন্টু, সৈয়দ আলী আসফার, শহীদুল ইসলাম, রফিক মুহাম্মদ, কাজী তাজিম উদ্দিন, ডিএম আমিরুল ইসলাম অমর, এইচ এম আল আমীন এবং রফিক লিটন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন