বায়ুদূষণে বছরে ৭০ লাখ লোকের প্রাণহানি!

উচ্চমাত্রার বায়ুদূষণের শিকার হয়ে প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষ প্রাণ হারাচ্ছে। ১০ জনের মধ্যে নয় জনই শ্বাস নিচ্ছেন দূষিত বায়ুতে।

১০৮ দেশের ৪ হাজার ৩০০ শহরের আবহাওয়া বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থার প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে বায়ুদুষণে মৃত্যু হয়েছে ৪২ লাখ মানুষের। দূষিত বাতাসে ক্ষতিকারক গ্যাস ও ধুলার পরিমাণ বেড়ে যাওয়ায়, বাড়ছে ফুসফুসে ক্যান্সার, হৃদরোগ ও স্ট্রোকসহ নানা রোগের ঝুঁকি।

প্রতিবেদনে বলা হয়েছে, যানবাহন, কলকারখানা ও উন্নত কৃষিকাজ বাযুদূষণের অন্যতম কারণ। বাড়িতে রান্নায় পরিবেশবান্ধব প্রযুক্তির অভাবে কাঠ, কয়লা ও অনুন্নত প্রযুক্তি ব্যবহারকে দায়ী করা হয়েছে ৪০ ভাগ দূষণের জন্য।

এশিয়া ও আফ্রিকায় দূষণের মাত্রা সবচেয়ে বেশি। কোন কোন শহরে এই দূষনের পরিমাণ সহনীয় মাত্রার পাঁচ গুণেরও বেশি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আমেরিকা ও ইওরোপের বিভিন্ন শহর রয়েছে উচ্চমাত্রার দূষণের তালিকায়।