সাপের সঙ্গে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল সাপুড়ের! (ভিডিও)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/05/image-45188-1525444126.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কালকেউটে ছোবল দিতেই সাপটাকে বজ্রমুষ্ঠিতে পাকড়ে ধরেছিল ছেলেটি। তারপর ৪০ মিনিট লড়াই। কিন্তু শেষ পর্যন্ত শেষরক্ষা হলো না। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে যাওয়ার পথে প্রাণ হারালেন যুবক অনিল রায়।
সাপের সঙ্গে সেলফি তুলতে গিয়ে কলকাতার হলদিবাড়িতে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ খবর দিয়েছে ভারতের সংবাদমাধ্যম জিনিউজ।
প্রতিবেশী রবি দাস বলেন, সাপ ধরে সেলফি তোলার পর সাপের মাথায় আঘাত করে অনিল রায়। এরপর কেউটে সাপ ছোবল দেয় তাকে।
গত কয়েক বছর ধরে স্বঘোষিত সর্পবিশারদ হিসেবে দাবি করা অনিল রায় এলাকায় সাপ ধরতেন। গত বুধবারও সাপ ধরে জংগলে ছেড়ে দেন তিনি।
বৃহস্পতিবার রাতে একটি কেউটে সাপকে টোটা রিকশা চাপা দেয়। সেই খবর পেয়েই দোকান ফেলে হলদিবাড়ি বটেরডাঙা এলাকা থেকে বেলতলিতে গিয়ে সাপটিকে ধরেন অনিল রায়। এরপরে সাপ গলায় পেঁচিয়ে সেলফি তুলতে থাকেন তিনি। এই যুবক সে সময় অপ্রকৃতিস্থ ছিলেন বলেও মনে করা হচ্ছে।
এলাকাবাসীরা তাকে সাপটি ছেড়ে দেয়ার অনুরোধ করেন। কিন্তু তিনি কোনো কথা না শুনে মোবাইল দিয়ে বিভিন্নভাবে বারবার ছবি তুলতে থাকেন। এ সময় সাপটির মাথায় আঘাত লাগে এবং সাপটি ছোবোল মারে অনিলকে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন