ইউরোপের ইতিহাসে ঘোড়ার মূর্তির ‘রহস্য’!
ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে বিখ্যাত ৯টি মূর্তি। প্রতিটি মূর্তিই বীর যোদ্ধাদের শ্রদ্ধায় বানানো হয়েছে। যদিও মূর্তিগুলোকে দেখতে পর্যটকদের ভিড়ও চোখে পড়ার মত। কিন্তু, এই মূর্তি নির্মাণের পিছনেও রয়েছে অন্য কাহিনী। যা অনেকেই হয়তো জানেন না।
দেখা যায়, কোন মূর্তিতে ঘোড়ার উপর বসে রয়েছেন যোদ্ধা। কখনও আক্রমণের জন্য প্রস্তুত। কখনো বা কোন গভীর চিন্তায়। এই সময়’র প্রতিবেদন অনুযায়ী আরো জেনে নিন-
* মূর্তির ঘোড়া যদি দু’পা সামনে তুলে রাখে, তার অর্থ- ঘোড়ার পিঠের সওয়ারি যুদ্ধে নিহত হয়েছেন।
* যদি একটি পা সামনের দিকে ওঠানো থাকে, তার অর্থ- যুদ্ধে আহত হয়েছিলেন ওই সওয়ারি বা আহত হয়েই তার মৃত্যু হয়।
* যদি ঘোড়ার সব পা মাটিতে থাকে, তার অর্থ – যুদ্ধে নয় অন্য কোন মৃত্যু হয়েছিল সওয়ারির।
* যদিও এই তত্ত্ব নিয়ে নিন্দুকদের সংখ্যাও যথেষ্ট। মার্কিনী ঐতিহাসিকদের মতে, মূর্তিগুলির পিছনে এমন কোন যুক্তি নেই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন