অন্তঃস্বত্ত্বা হওয়া উপভোগ করছেন সানিয়া

বেশ কয়েকদিন আগে নিজের অন্তঃস্বত্ত্বা হওয়ার খবরটা দিয়েছিলেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। মাস কয়েক পরেই সানিয়া-মালিকের ঘর আলো করে আসতে চলেছে নতুন অতিথি। আপাতত সেই আনন্দেই মশগুল ভারত-পাক সমর্থকরা। তবে মাতৃত্বের পর সানিয়া কি আগের মতো পারফর্ম করতে পারবেন, এমন প্রশ্ন এর মধ্যেই উঠেছে।

ভারতীয় এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে আত্মবিশ্বাসী সানিয়া জানিয়ে দিয়েছেন, ‘জানিনা ডেলিভারির পর কোন অবস্থায় থাকব। আশা করছি, সফলভাবে ফিরতে পারব।’ তিনি যোগ করেন, ‘অন্তঃস্বত্ত্বা হওয়াটা একজন মহিলার ঈশ্বরের সবথেকে বড় উপহার। অনুভব করার ক্ষমতা শব্দে প্রকাশ করা মুশকিল।’

মাতৃত্ব একজন ক্রীড়াবিদের কাছে কতটা চ্যালেঞ্জিং? জবাবে সানিয়া জানাচ্ছেন, ‘সবথেকে চ্যালেঞ্জিং হলো, নিশ্চুপ হয়ে থাকাটা। সাধারণত, দিনের ৭-৮ ঘণ্টা টেনিস, ফিটনেস-এর ওপর ফোকাস করেই কাটে। এখন আগের মতো এতটা সক্রিয় থাকতে পারি না। তবে যোগা, সুইমিং করে নিজেকে ব্যস্ত রাখার কাজ করি। শারীরিকভাবে একজন মহিলা ক্রীড়াবিদের কাছে এটা ভীষণ গুরুত্বপূর্ণ।’

নিজের অন্তঃস্বত্ত্বা নিয়ে বলতে গিয়ে সানিয়া আরও বলেন, ‘দুবাইতে আমরা ছিলাম পরিবারের সঙ্গে। সেই সময় শোয়েব একটা ম্যাচ সদ্য শেষ করেছিল। ওঁকে যখন বিষয়টা জানাই, ও ভীষণ রোমাঞ্চিত হয়েছিল। কয়েক সপ্তাহ পরে হায়দরাবাদে ফিরে স্ক্যান করেছিলাম।’

এরপর সানিয়ে বলে চলেন, ‘ভীষণ আবেগী হয়ে পড়েছিলাম। একজন অ্যাথলেট হিসেবে শরীরের সমস্ত খেয়াল রাখতে হয় আমাকে। চোট আঘাত কিংবা শারীরিক অবস্থার উন্নতি ঘটানোর জন্য সবকিছু খেয়াল রাখতে হয়। কিন্তু কখনই ভাবিনি শরীরের মধ্যে অন্য কেউ বড় হয়ে উঠবে।’