পুরো ইলেকশনই মুলতুবি হয়ে যেতে পারে : ড. কামাল
গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের মতো জাতীয় সংসদ নির্বাচনও মুলতবি করে দেওয়া হয় কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘আমার তো ধারণা পুরো ইলেকশনই মুলতুবি হয়ে যেতে পারে।’
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনাসভায় এসব কথা বলেন কামাল হোসেন। জাতীয় ঐক্য প্রক্রিয়া ওই সভার আয়োজন করে। ড. কামাল জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক।
ড. কামাল হোসেন বলেন, ‘যেভাবে গাজীপুরের নির্বাচনকে হঠাৎ করে মুলতবি করা হলো তা যেন আসছে জাতীয় নির্বাচনে কেউ করতে না পারে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।’ তিনি আরো বলেন, ‘এখন থেকে পাড়া মহল্লায় প্রত্যেক নাগরিককে ঐক্যবদ্ধ থাকতে হবে যেন সত্যিকারের জনপ্রতিনিধিরা ক্ষমতায় আসতে পারে।’
কামাল হোসেন বলেন, ‘সরকার এমনিই নির্বাচনের ওপর কোনো ভরসা করতে পারছে না। গাজীপুরে যা দেখলেন, এটা অবাক ব্যাপার। কেউ একজন গিয়ে হঠাৎ করে ইলেকশন মুলতবি করে দিল। আমার তো ধারণা পুরো ইলেকশনই মুলতবি হয়ে যেতে পারে।’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন