সমঝোতার মাধ্যমে ছাত্রলীগের নেতৃত্বের কথা বললেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি চাই ছাত্রলীগের আগামী দিনের নেতৃত্ব আসুক সমঝোতার মাধ্যমে। কারণ যোগ্যরাই বরাবর বাংলাদেশ ছাত্রলীগকে নেতৃত্ব দিয়ে আসছে। আগামী দিনেও সেটিই হবে।’
শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ২৯তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘ছাত্রলীগের আগামী দিনের নেতা নির্বাচন করতে একে অপরকে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। কারণ ত্যাগের মানসিকতা না থাকলে কোনো কিছু অর্জন করা যায় না। তাই আমি চাই, সমঝোতার মাধ্যমে কমিটি আসুক।’
ছাত্রলীগের নেতৃত্বে বয়সের বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘ছাত্রলীগের নেতৃত্বে আসতে বয়সের একটি বিষয় আছে। বর্তমান কমিটির নেতাদের যখন নির্বাচিত করা হয়েছিলো তখন বয়সসীমা ছিলো ২৭ বছর। এবার যেহেতু মেয়াদের নয় মাস পর সম্মেলন হচ্ছে, তাই আমি চাই না কেউ বঞ্চিত হোক। এবারের কমিটি হবে ২৮ বছরের মধ্যে।’
‘এখন আর কোনেো শিক্ষাপ্রতিষ্ঠানে সেশনজট নেই। তাই ২৩-২৪ বছরের মধ্যে মার্স্টার্স শেষ হয়। আর ২৮ বছরের মধ্যে ডাবল মার্স্টার্স করা যায়। এ বয়সসীমার মধ্য থেকে সমঝোতার মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব বাছাই করা হোক।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এমন লোকের হাতে ছাত্রলীগের নেতৃত্ব দিতে হবে যারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, ছাত্রদের অধিকার আদায়ে কাজ করবে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন